ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। ১০মর (শনিবার) সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। তারা অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে খবরটি প্রচার করছে।
এতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’ চলছে। অভিযানে ফাতাহ মিসাইলসহ ভারী অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান। ভোরেই পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আঘান হানা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে অভিযানের তীব্রতাও বাড়ছে। হামলা চালিয়ে ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান।
ভাতিন্ডা বিমানঘাঁটি পাঞ্জাবের ভাতিন্ডা শহর এবং মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বিমানবাহিনীর তত্ত্বাবধানে পাশেই ভাতিন্ডা বিমানবন্দর স্থাপন করা হয়েছে। এটি অভ্যন্তরীণ বিমানবন্দর। ভিসিয়ানা শহরের ১৬ কিলোমিটার (৯.৯ মাইল) উত্তর-পশ্চিমে এবং কিলি নিহাল সিং ওয়ালা গ্রামের কাছে অবস্থিত বিমানবন্দরটি ভিসিয়ানা বিমান বাহিনী স্টেশনের একটি সিভিল এনক্লেভ হিসেবে পরিচালিত। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে এখানে স্বল্পমাত্রায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হয়।
এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে। বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে নেই।
পাকিস্তান বলেছে, মঙ্গলবার মধ্যরাতে (৬ মে) ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। এরপরও ধৈর্য ধরেন পাকিস্তান । কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে।