জাতিসংঘের চলমান অধিবেশনে কথা বলতে চায় তালেবান


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২১

জাতিসংঘের চলমান অধিবেশনে কথা বলতে চায় তালেবান

জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে যোগ দিয়ে কথা বলতে চায়  আফগানিস্তানের তালেবান সরকার। সে লক্ষ্যে জাতিসংঘকে একটি চিঠি দিয়েছে দেশটি। ২০ সেপ্টেম্বর থেকে  আরম্ভ হওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফানে ডুজারিখ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় ,বিবিসি।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে নতুন সরকার গঠন করেছে। আমির খান মুত্তাকি হয়েছেন তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ।

নতুন এই পররাষ্ট্রমন্ত্রী চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মহাসচিবের কাছে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, তালেবান জাতিসংঘের উচ্চপর্যায়ের এ সম্মেলনে অংশ নিতে চায় ।তবে তালেবানকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যোগ দিতে দেওয়া হবে কি না, তা নিয়ে একধরনের জটিলতা সৃষি হয়েছে। কারণ, ক্ষমতাচ্যুত আফগান সরকারের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইও এই পরিষদে যোগ দিতে চান বলে জানাযায়।

তাই কারা এ অধিবেশনে যোগ দিতে পারবে,তা এখনো নির্ধারণ করা হয়নি। সাধারণত জাতিসংঘের নয় সদস্যের ক্রিডেনশিয়াল কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।তাছাড়া সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার আগে এ কমিটি বৈঠকে বসবে কি না, তাও নিশ্চিত নয়।

এছাড়াও তালেবানের পক্ষ থেকে সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেয়া হবে নাকি ভিডিও বার্তা দেবেন, তা নিশ্চিত নয় এখনো। এদিকে, ক্ষমতাচ্যুত আফগান সরকারের রাষ্ট্রদূত গোলাম ইসাকজাইকে সরিয়ে দেওয়ার বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছে তালেবান। তাতে বলা হয়েছে, ইসাকজাই আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না। তার স্থানে সুহাইল শাহিনকে স্থানীয় প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে তালেবান সরকার।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত