আফগানিস্তানে তত্বাবধায়ক সরকার গঠন করেছে তালেবান। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দীকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ও তালেবানের সহ প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদারকে করা হয়েছে প্রধানমন্ত্রীর ডেপুটি। মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবানের প্রধান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানান।
এছাড়া হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানিকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মো. ইয়াকুবকে করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী।

আল জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হবেন হেদায়েতুল্লাহ বদরী।
১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর থেকে তাদের সরকার গঠন নিয়ে আলোচনা চলে আসছিল। তালেবান নেতারাদের বক্তব্য ছিল তারা তত্ত্বাবধায়ক সরকার গঠনের চিন্তা ভাবনা করছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তালেবান ও আল কায়েদার সঙ্গে যুদ্ধের পর সিরাজউদ্দিন হাক্কানির মাথার দাম পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য মোল্লা হাসান আখুন্দ স্বল্প পরিচিত তালেবান নেতা। দেশটিতে পশ্চিমা সমর্থিত সরকারের পতনের পর তাকে জনসমক্ষে দেখা যায়।