আফগানিস্তানে ৭ প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২১

তালেবানরা আফগানিস্তানের সপ্তম প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে সশস্ত্র গোষ্ঠীটি তাদের এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। সবশেষ মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে বলে আল জাজিরা সূত্রে জানাযায়।

তালেবানের হাতে রাজধানী পতনের বিষয়টি নিশ্চিত করেছে প্রদেশটির স্থানীয় সূত্র। আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বিতীয় প্রাদেশিক রাজধানী ফারা‘র নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।

এর আগে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী এবং উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান দখল করে তালেবান।

আফগান সরকারি বাহিনী মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তালেবানের হাতে শহরগুলোর নিয়ন্ত্রণ হারায় ।

এর আগে, গত শুক্রবার নিমরোজ প্রদেশের জারানজ এবং শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগানও দখলে নেয় তালেবান গোষ্ঠী।

এ পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে সাতটির নিয়ন্ত্রণ নিল আফগান তালেবানরা। এছাড়াও উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের রাজধানীর দিকেও তারা দ্রুত এগিয়ে যাচ্ছে বলে আল জাজিরা সূত্রে জানাযায়।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত