হালদানদীতে ২ হাজার মিটার জাল জব্দ


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২১

দুই হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলার ভ্রাম্যমাণ আদালত । মৎস প্রজনন কেন্দ্র হালদা নদীতে  এ অভিযান চালানো হয়। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা ‍নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

প্রজনন মৌসুমকে সামনে রেখে মা মাছ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা প্রশাসন ।

তিনি বলেন, বঙ্গবন্ধু মৎস হেরিটেজ ঘোষিত হালদা নদীতে এপ্রিল মাস থেকে ডিম ছাড়ার মৌসুম ‍শুরু হয়েছে। তাই মাছ, হালদা নদীতে আসা শুরু করছে। এই মা মাছ শিকারের জন্য চোরা শিকারিরাও থাকে তৎপর তাই অভিযান চলছে। নদীর সত্তার ঘাট থেকে নাজিরহাট এলাকায় আজকের অভিযান । প্রশাসনের উদ্যোগে এ অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান উপজেলা প্রশাসন ।

উল্লেখ্য সোমবার (১৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে ৭-৮ কেজি ওজনের একটি মরা কাতাল মাছ ভেসে উঠে। ফটিকছড়ির ১৯ নম্বর সমিতির হাট ইউনিয়নের দক্ষিণে নিশ্চিন্তাপুর এলাকায় নদীতে মাছটি দেখতে পায় স্থানীয়রা।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত