বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ আছে
সেন্টমার্টিন নৌ-রুটে । ফলে দ্বীপে নিত্যপণ্যের সংকট সৃষ্টির পাশাপাশি বেড়ে গেছে দামও।
অন্তত ১১ হাজার মানুষ বসবাস করেন আট বর্গকিলোমিটার আয়তনের এই সেন্টমার্টিন দ্বীপে । দ্বীপে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ পণ্য টেকনাফ উপজেলা শহর থেকে স্থানীয় বাজারে সরবরাহ করা হয়। সাগরে নিম্নচাপের কারণে চারদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় সংকট দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের।
অপরদিকে, বৈরী আবহাওয়ার প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-৩ ফুট বেড়ে গেছে। ফলে চরের পাশে থাকা বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চারদিন ধরে নৌযান চলাচল বন্ধ। টেকনাফ থেকে কোন পণ্য দ্বীপে আসতে পারছে না। সেজন্য বাজারে খাদ্য সংকট দেখা দিয়েছে।
তিনি জানান, সেন্টমার্টিন থেকে পারিবারিক কাজে টেকনাফ ও কক্সবাজার শহরে গিয়ে আটকা পড়েছেন দু’শতাধিক মানুষ।