সোমবার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ওয়ালটার মন্ডেল (৯৩) মারা গেছেন । তার পরিবারের পক্ষথেকে দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।
১৯৭৭-১৯৮১ পর্যন্ত প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি। সূত্র: নদি
এক বিবৃতিতে কার্টার বলেন, ওয়ালটার মন্ডল ছিল আমার প্রিয় বন্ধু তার মৃত্যুতে আমি শোকাহত। দেশের ইতিহাসে আমার বিবেচনায় একজন শ্রেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ছিলেন মন্ডেল । ছিলেন একজন অমূল্য অংশীদার এবং মিনেসোটা । তিনি ছিলেন যুক্তরাষ্ট্র এবং বিশ্ববাসীদের জন্য একজন গুণি সেবক ।
উল্লেখ্য যে, ১৯৬০ থেকে ১৯৬৪ পর্যন্ত নিজ রাজ্য মিনেসোটার এ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬৪ থেকে ১৯৯৬ পর্যন্ত পালন করেন রাজ্যের সিনেটের দায়িত্ব। এছাড়াও মন্ডেল ১৯৯৩ ও ১৯৯৬ সালের মধ্যবর্তী সময় জাপানের রাষ্ট্র দূত হিসেবে পালন করেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।