আফগানিস্তানে এক মসজিদে তারাবির নামাজের সময় অজ্ঞাত বন্দুক ধারীর গুলিতে একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন । শনিবার রাতে (১৮ এপ্রিল) দেশটির নানগারহার প্রদেশে এ ঘটনা ঘটে । প্রদেশটির গভর্নর জিয়াউল হক আমারকিল আলজাজিরাকে জানান, শহরের জালালাবাদে বন্দুক হামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধে এ ঘটনা হতে পারে ।
তিনি বলেন, তারাবির নামাজের সময় গুলি চালানো হয় । আফগানিস্তানে প্রায়ই জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ হয়ে থাকে । এছাড়া প্রতিশোধমূলক হত্যাকান্ড আফগানিস্তানের সাধারণ ঘটনা। প্রতিপক্ষের বিরুদ্ধে বিচার প্রার্থী সদস্যরা প্রায়ই সহিংস পথ অবলম্বন করে থাকে ।