ইরানে ইসরাইলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে: কাতার


hudhudbd.com
বাংলা চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন, ২০২৫

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলি

হামলাকে অবিবেচক পদক্ষেপ যা ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলেও মন্তব্য করেছে কাতার।দেশটি এই

হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজেদ আল-আনসারি বলেন, এই হামলা এমন এক সময় চালানো হয়েছে, যখন ইরান ওয়াশিংটনের সঙ্গে “একটি ইতিবাচক কূটনৈতিক প্রক্রিয়ায়” অগ্রসর হচ্ছিল, যার সঙ্গে বহু আঞ্চলিক দেশও যুক্ত ছিল।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাতার এখনো সক্রিয় রয়েছে এবং “আমরা বিশ্বাস করি, একটি চুক্তিতে পৌঁছাতে আমেরিকার আগ্রহ রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ চালিয়ে যাব।”

এই হামলা এমন এক সময় চালানো হয়েছে, যখন ইরান ওয়াশিংটনের সঙ্গে “একটি ইতিবাচক কূটনৈতিক প্রক্রিয়ায়” অগ্রসর হচ্ছিল, যার সঙ্গে বহু আঞ্চলিক দেশও যুক্ত ছিল। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজেদ আল-আনসারি আরো বলেন,

যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাতার এখনো সক্রিয় রয়েছে এবং “আমরা বিশ্বাস করি, একটি চুক্তিতে পৌঁছাতে আমেরিকার আগ্রহ রয়েছে।”

তিনি বলেন, “আমরা ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ চালিয়ে যাব।”

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত