আজ জুমাবার ভারতের রাজধানী দিল্লির একটি আদালতে বন্দুকধারীদের গোলাগুলিতে নিহত হয়েছেন অন্তত ৪ জন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে রয়েছেন জিতেন্দের গোগীন নামের একজন ভয়ঙ্কর গ্যাংস্টার। আইনজীবীর পোশাক পরে আদালত চত্বরে ঢুকে গ্যাংস্টারের সদস্যরা গুলি করে ।
এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করে।
মুহূর্তের মধ্যে ঘটনাটির ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে গুলির শব্দ শোনা যাচ্ছে;এছাড়াওদেখা যায় পুলিশ সদস্য ও আইনজীবীদের হুড়োহুড়ি করতে ।
দিল্লির রোহিনী আদালত কক্ষের মধ্যে প্রতিপক্ষ গ্যাং দলের সদস্যদের গুলিতে ‘গ্যাংস্টার’ জিতেন্দের গোগী নিহত হয়েছেন বলে খবরে বলা হচ্ছে; সাথে দুজন হামলাকারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।এরা নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচেছ।
জিতেন্দের গোগী একজন কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিত। তিনি বহু অপরাধ মামলার সঙ্গে জড়িত। তিহারে তাকে জেল দেয়া হয়। ঘটনার দিন তাকে আদালতে তোলা হয়েছিল। এমন সময় গোগীদের প্রতিপক্ষ দল ‘তিল্লু গ্যাং’ আদালতে প্রবেশ করে। তাদের গায়ে ছিল আইনজীবীর পোশাক।এসময় তারা গুলি ছুড়তে থাকে। জিতেন্দের গোগীকে গুলি করার সাথেসাথেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।