২০৮০ টি উন্নয়ন প্রকল্প চ্যালেন্জের মুখে


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২১

কোভিড ১৯’র কারণে দেশের ২ হাজার ৮০ টি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এখন বড় চ্যালেঞ্জের মুখে । এর মধ্যে ৪১১ টি প্রকল্প জুনের মধ্যে বাস্তবায়নের কথা থাকলেও এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা । এই অনিশ্চয়তা আরো বাড়তে পারে যদি কোভিড ১৯ পরিস্থিতি ভালোর দিকে না যায়। আর এ ডি পি’র আওতায় সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও বিভাগ গুলো এসব প্রকল্প বাস্তবায়ন করছে । প্রকল্প গুলো বাস্তবায়নের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ১ লক্ষ ৯২ হাজার  ১৩ কোটি টাকা । যা মার্চের শুরুর দিকে অনুমোদন দেয়া হয় আর এ ডি পি কে । এদিকে কোভিড ১৯’র সংক্রমণ বাড়তে থাকায় দেশ জুড়ে দেয়া হয়েছে লকডাউন । উন্নয়ন প্রকল্পের কার্যক্রম চলমান রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকলেও দেখা দিয়েছে  সংশয়।

জানাযায় মেগা প্রকল্প গুলো বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হলেও অন্য প্রকল্প গুলোর কার্যক্রম চলমান রাখতে তেমন প্রস্তুতি নেই। লকডাউনের কারণে প্রকল্পগুলো বাস্তবায়নে বাধাগ্রস্থ হতে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা । তাদের ধারণা প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়তে পারে ।

এ দিকে বাস্তবায়ন, পরীক্ষণ ও মুল্যায়ন বিভাগের সচিব রন্জন চক্রবর্তী বলেন, কোভিড ১৯’র প্রভাব  অবশ্যই প্রকল্প গুলোতে পড়বে। তবে সেসব প্রকল্প সমীক্ষা সংক্রান্ত বা কারিগরী সহায়তা প্রকল্প গুলো হয়তো কম ক্ষতিগ্রস্থ হবে। অবকাঠামোগত প্রকল্প গুলোর বাস্তবায়ন বাধাগ্রস্থ হওয়াটাই স্বাভাবিক।

জানাযায় চলতি অর্থ বছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এ ডি পি) চলমান বিনিয়োগ প্রকল্পের সংখ্যা ছিল ১ হাজার ৪৬১ টি । এর মধ্যে ৩৮২ টি নির্মান কাজ শেষ করার জন্য নির্ধারিত ছিল। সংশোধিত এ ডি পিতে বিনিয়োগ প্রকল্পের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৬৩৯ টি এবং সমাপ্তির জন্য নির্ধারণ করা হয় ৪৪১ টি প্রকল্প । ফাস্টট্র্যাক ভুক্ত মেগা প্রকল্পও রয়েছে এসবের মধ্যে। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক ইন্জিনিয়ার শফিকুল ইসলাম জানান, মেগা প্রকল্প গুলোর কাজ অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রস্তুতি নেয়া আছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত