ইসলাম নারী ও পুরুষ উভয়ের জন্যে জ্ঞানার্জনকে বাধ্যতামূলক করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেন:
“প্রত্যেক মুসলিম নারী-পুরুষের উপর জ্ঞানার্জন করা ফরজ।” এই হাদীস স্পষ্ট করে যে, দ্বীনি জ্ঞান কেবল পুরুষের একচেটিয়া অধিকার নয়, বরং নারীর জন্যও অপরিহার্য। একজন মা প্রথম শিক্ষিকা। যদি তার দ্বীনি জ্ঞান না থাকে, তবে সন্তানদের সঠিকভাবে ইসলামী আদর্শে গড়ে তোলা সম্ভব নয়। দ্বীনি শিক্ষায় শিক্ষিত নারী তার স্বামী, সন্তান এবং সমাজকে সঠিক পথে পরিচালনা করতে পারে।
নামাজ, রোজা, হিজাব, মাহরাম-গায়রে মাহরাম, পাক-নাপাক, তালাক-ইদ্দত প্রভৃতি বিষয়ে দ্বীনি জ্ঞান না থাকলে নারীরা সহজেই ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজেকে ইসলামের অনুশাসনে পরিচালনার জন্য এবং একটি আদর্শ পরিবার গঠনে মহিলা দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বলেছেন রিয়েল এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মুসলিম আজাদ।
তিনি আজ শনিবার (১৪ জুন) সকালে পেকুয়াস্থ পশ্চিম টৈটং আলিগ্যা কাটা উম্মে সালমা মহিলা মাদ্রাসা হিফজখানা ও এতিম খানার শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোজাম্মেল হক আনচারীর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা আবু নোমান সাইদীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আজিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন ওয়েব ডেভেলপার রওশন আজিজ টৈটং ২নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম , মহিলা মেম্বার দিলওয়ারা বেগম ও বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দীন প্রমুখ। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ,শিক্ষক- শিক্ষিকা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।