প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ালো আরব আমিরাত


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২১

বাইরে অবস্থানরত প্রবাসীদের  অনেকের ভিসার মেয়াদ বাড়িয়েছে দুবাই সিটি । কোভিড ১৯’র কারণে ফ্লাইট বন্ধ থাকায় আরব আমিরাতের বাইরে অবস্থানরত অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশটির দুবাই সিটি এ ঘোষণা দেয় ।

আমিরাতের অন্য কোনো প্রদেশ থেকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য মেয়াদ বাড়ানোর কোনো ঘোষণা না আসলেও বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশটির গণ মাধ্যম খালিজ টাইমস দুবাই ‍সিটির এ সিদ্ধান্তের কথা জানায় ।

এরই প্রেক্ষিতে দুবাই ভিসাধারীদের অনেকের ভিসার মেয়াদ আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য গত ২৪ এপ্রিল হতে ভারত থেকে আসা ফ্লাইট প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করে আমিরাত সরকার । পরবর্তীতে ১৩ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও নেপালের ফ্লাইটের উপর ।

এছাড়াও ৬মাস দেশটির বাইরে অবস্থান করলে সংশ্লিষ্ট প্রবাসীদের ভিসা অটোমেটিক বাতিল হয়ে যায় বলে জানাযায়।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত