লকডাউনের কারণে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের জন্য এক বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার । আগামী ১৭ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে । সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুর এ পাঁচটি দেশেই প্রবাসীদের পরিবহন করবে এ বিশেষ ফ্লাইট ।
আজ বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত এক সভা পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভা শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’র (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো : মফিদুর রহমান সাংবাদিকদের এ তথ্য় নিশ্চিত করেন । সভায় প্রতি সপ্তাহে ১০০ থেকে ১২০ টি পর্যন্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।