বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য , চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ও কেন্দ্রীয় সাহিত্য -সংস্কৃতি বিভাগের সেক্রেটারি ডক্টর আ জ ম ওবায়েদুল্লাহ ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ…. রাজিউন)। ১০ মে (শনিবার) দিবাগত রাত ১টার দিকে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুমের ১ম জানাজা আজ সকাল ১১ টায় চট্টগ্রামে অনুুুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। মরহুমের ২য় জানাজা ভোলার চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ এশা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আ জ ম ওবায়েদুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় ফুল কুঁড়ি আসরের সাবেক পরিচালক ছিলেন।