সৌদি আরবের মক্কার আল নুর হাসপাতালেআবদুল আজিজ (৫০) নামের চট্টগ্রাম লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
মরহুমের ছেলে সৌদিপ্রবাসী মো. নাজমুল আজিজ রিসফাত তার পরিবারের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।।
জানাযায় বিগত ১৫ দিন আগে মক্কা নগরীর জায়দি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পানিবাহী গাড়ি আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এরপর থেকে তিনি মক্কার আল নুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়
উল্লেখ্য ২ সন্তানের জনক আবদুল আজিজ লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোলাম নবী হাজিপাড়ার মরহুম রমজান আলীর ছেলে।