অভিবাসী কর্মীদের মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন করবে মালয়েশিয়া ইমিগ্রেশন। সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগ এক নোটিশে এ তথ্য জানায়।
কোভিড ১৯ সংক্রমণরোধে প্রায় ১ বছরেরও বেশি সময় কয়েক ধাপে লকডাউনের মধ্যে ছিল দেশটি। প্রবাসী শ্রমিকদের অনেকেই এ সময়ে হারিয়েছেন তাদের কর্ম ।এমন পরিস্থিতিতে অসংখ্যা প্রবাসী তাদের ভিসা নবায়ন করতে পারেনি।ফলে বিপাকে পড়েন লাখ লাখ অভিবাসী।
এরই মধ্যে গুজব রটিয়েযায় ‘রি-হায়ারিং ৬নং ভিসা আর নবায়ন হবে না’বলে। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলের নজরে আসলে ১৫ সেপ্টেম্বর দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাযাইমি দাউদ এক বিজ্ঞপ্তিতে বলেছেন, রি-হায়ারিং প্রকল্পের ভিসার মেয়াদ যাদের লকডাউন চলাকালীন সময়ে শেষ হয়ে গেছে তাদের ভিসা নবায়নের ব্যাপারে কাজ করছে ইমিগ্রেশন বিভাগ । বিষয়টি এখন স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই নবায়ন করা হবে সংশ্লিষ্ট অভিবাসীদের ভিসা।