খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। লোকমুখে ৪ জন নিহত হওয়ার কথা বলা হলেও কোনোপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।
সূত্রগুলো জানায়, ২৫ জুলাই (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএসের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় মুখোমুখি হয়। এতে দুই গ্রুপের মধ্যে ব্যাপক গুলাগুলি হয়। এতে ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হরার কথা বলা হলেও বিস্তারিত জানা যায়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় লোকমুখে গোলাগুলির খবর পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বিষয়টিকে গুজব বলে দাবি করেন ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা।