দেশের সবচেয়ে বড় ডি এন সি সি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে রাজধানীর মহাখালীতে । রোববার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এ হাসপাতালের উদ্বোধন করেন।
জানাযায়, ১০০০ শয্যার ডি এন সি সি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতালটি পূর্ণাঙ্গ হলে রোগীদের জন্য ২১২ টি আইসিইউ, ২৫০ টি এইচ ডি ইউ ও ৫৪০ টি আইসোলেটেড হাই কেয়ার রুম থাকবে। একই সঙ্গে উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহ করা যাবে ৫০০ জনেরও বেশী রোগীকে। বাংলাদেশ সেনা বাহিনী এটি পরিচালনা করবে।
১৩০ চিকিৎসক, ২০০ নার্স, ৩০০ কর্মী ও ১০০ জন সেনা বাহিনীর সদস্য থাকবে এ হাসপাতালের চিকিৎসা সেবা দিতে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রনালয় ঔষধ ও সরঞ্জামের ব্যবস্থা করবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানাযায়, করোনা চিকিৎসায় এটি দেশের সবচেয়ে বড় হাসপাতাল। একলাখ ৮০ হাজার ৫৬০ বর্গ ফুট আয়তনের ভবনে এ হাসপাতালের কার্যক্রম চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডি এন সি সির মেয়র মো: আতিকুল ইসলাম, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অদিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম । সশস্র্রবাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন্স এন্ড ট্রেইনিং) ব্রিগ্রেডিয়ার জেনারেল মন্জুর আহমদ। ডি এন সি সি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দীন প্রমূখ ।