রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন বাংলাদেশে রেলওয়ের বেদখল হওয়া সব জায়গা দখলমুক্ত করা হবে । কাউকে রেলের জায়গা অবৈধভাবে দখলে রাখতে দেওয়া হবে না। ২১ অক্টোবর দুপুরে ময়মনসিংহ রেল স্টেশনে যাত্রী সুবিধা বাড়াতে প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন ভবন আধুনিকায়ন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন কারও জায়গা দরকার হলে আমরা তাদের সময় দেবো। আপনারা দরখাস্ত করেন এবং রেলওয়ের সঙ্গে দেনদরবার করেন। নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে জায়গা লিজ নিতে পারেন। কিন্তু অবৈধভাবে রেলের জায়গা ভোগদখল করে নিজের মনে করে খাওয়ার সুযোগ দেওয়া হবে না। তবে রেলওেয়ের উন্নয়নের জন্য যেসব জায়গা দরকার হবে, সেগুলো ছেড়ে দিতে হবে।
ময়মনসিংহ বিভাগে রেল যোগাযোগের উন্নয়ন করতে এবং বিভিন্ন স্টেশনের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধনে আজ সকাল আটটায় বিশেষ ট্রেনে সফর করেন রেলমন্ত্রী। রাতেই তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।