কক্সবাজারে পানির তলদেশে একটি মেরিন অ্যাকুরিয়াম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পর্যটক আকর্ষণে এ নির্দেশনা দেন তিনি ।
শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীরএ নির্দেশনা তুলে ধরেন ।
তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার। যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটকের আনাগোনা হয়।তাই পর্যটনকে ঘিরে পুরো কক্সবাজারে নেয়া হয়েছে নানাবিধ পরিকল্পনা। তার অংশ হিসেবেই একটি অ্যাকুরিয়াম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য,ইতোমধ্যে ব্যক্তি উদ্যোগে কক্সবাজারের ঝাউতলায় একটি মেরিন ফিশ অ্যাকুরিয়াম স্থাপন করা হয়েছে।