আফ্রিকায় ইসলামিক ফোরামের কমিটি গঠন


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২১

আফ্রিকায়-ইসলামিক-ফোরামের-কমিটি-গঠন

সম্প্রতি ইসলামিক ফোরাম অব আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশের ২০২১ সালের জন্য দায়িত্বশীল মনোনয়ন সম্পন্ন হয়।

জোহানেসবার্গ শহরের ফোর্ডস বার্গের একটি অডিটোরিয়ামে গেল রোববার অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এ মনোনয়ন সম্পন্ন হয়। সভায় দায়িত্বশীল ও সদস্যদের মতামতের ভিত্তিতে আলী আকবরকে সভাপতি ও মুহাম্মদ শরিফ উদ্দিনকে সেক্রেটারি মনোনীত করা হয়। হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশের এ দায়িত্বশীলরা আগামী ১ বছর তাদের দায়িত্ব পালন করবেন।

২০২১ সালের জন্য মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন- দাওয়া সম্পাদক আশরাফুজ্জামান দিপু, অফিস সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আমিরুল ইসলাম, পাঠাগার সম্পাদক নেজাম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের ছিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক শেখ মফিদুল আলম, প্রকাশনা সম্পাদক মোয়ারেফ হোসেন রতন, ক্রীড়া ও আইটি সম্পাদক আব্দুল কুদ্দুস ও প্রচার সম্পাদক ইসমাইল হোসাইন।

ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি মো: মোশাররফ হোসাইন। কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ইব্রাহিম আহম্মদ সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্য রাখেন। ওছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল হান্নান কাজী  ও কেন্দ্রীয় অফিস সম্পাদক আবুল কাশেম প্রমূখ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত