স্টুডেন্টস হেলথ কার্ড চালু হচ্ছে চসিক স্কুলে


hudhudbd.com
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মে, ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুলসমূহের  শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড’। ২১ মে (বুধবার) কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সেদিন প্রাথমিকভাবে পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, গুল এজার বেগম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ইমারাতুন্নেসা কিন্ডারগার্টেন, পাঁচলাইশ কিন্ডারগার্টেন, কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এ ৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ কার্যক্রমের আওতায় আনা হবে। এ অভিজ্ঞতা থেকে পরবর্তীতে চসিকের বাকী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

১৫মে  (বৃহস্পতিবার) টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্তের কথা জানান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

স্টুডেন্ট’স হেলথ কার্ডটিতে শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি, পিতা–মাতার নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ প্রয়োজনীয় সব পরিচিতিমূলক তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

পাশাপাশি কার্ডে পাঁচ বছর  থেকে ১৭ বছর  পর্যন্ত মোট ১৪ বার স্বাস্থ্য পরীক্ষার রেকর্ড রাখার সুযোগ রাখা হয়েছে। প্রতিবার স্বাস্থ্য পরীক্ষায় শিক্ষার্থীর ওজন, উচ্চতা, দাঁতের অবস্থা, চোখ ও কান পরীক্ষার ফলাফল, ত্বক ও চুলের স্বাস্থ্য, রক্তচাপ এবং হিমোগ্লোবিন লেভেল লিপিবদ্ধ করা হবে। কার্ডের একটি পৃথক অংশে রয়েছে টিকাদান রেকর্ড, যাতে জন্মের পর থেকে নিয়মিতভাবে গ্রহণযোগ্য টিকাগুলোর তালিকা উল্লেখ করা হয়েছে।

 যেমন বিসিজি, পোলিও, হেপাটাইটিস–বি, এমআর, পেন্টাভ্যালেন্টসহ অন্যান্য অতিরিক্ত টিকা যেমন টায়ফয়েড, হেপাটাইটিস–এ, ইনফ্লুয়েঞ্জা এবং র‌্যাবিস।

সভায় উপস্থিত ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ প্রণব কুমার চৌধুরী, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, বিভিন্ন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, চিকিৎসাবৃন্দ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

 

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত