উপব্যবস্থাপনা পরিচালক (ডি এম ডি) শাহ্ সৈয়দ আব্দুলবারীকে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি । আজ (২৬ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে তিন মাসের জন্য উক্ত পদে রাখার সিদ্ধান্ত হয় ।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলেই চৌধুরী মোস্তাক আহমদের পর বর্তমান ভারপ্রাপ্ত এম.ডি শাহ সৈয়দ আব্দুল বারীই হবেন এ ব্যাংকের এম. ডি ।
বাংলাদেশ ব্যাংক কালকের মধ্যে একজন এম. ডি নিয়োগের জন্য সময় বেধে দেয়ায় ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জরুরী ভিত্তিতে পরিচালনা পর্ষদে আজ এ সিদ্ধান্ত নেয়া হয় ।
পর্ষদ সূত্রে জানাযায়, সভায় একটি পক্ষ ব্যাংকটিতে একজন সৎ ও দক্ষ এম ডি নিয়োগের প্রস্তাব দেয়া হলে অপর পক্ষ ও চেয়ারম্যান এতে সম্মত না হওয়ায়, শাহ্ সৈয়দ আব্দুল বারীকে আপাতত তিন মাসের জন্য এম ডি হিসেবে নিয়োগ দানের সিদ্ধান্ত হয় ।
সূত্র আরো জানায়, এম. ডি’র ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে যোগ্যতার মাপকাটি ঠিক করে দিয়েছে, শাহ্ সৈয়দ আব্দুল বারীর এতে ঘাটতি রয়েছে । তাই শেষতক স্থায়ী এম. ডি কে হবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা ।