টেসলার বিটকয়েনের দাম এখন ২৪৮ কোটি ডলার


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২১

মার্কিন গাড়ি নির্মাতা টেসলা সম্প্রতি নিজেদের বিটকয়েন বিনিয়োগের ব্যাপারে জানিয়েছেন ; তাদের হাতে থাকা বিটকয়েনের নায্যমূল্য দাঁড়িয়েছে দুইশ ৪৮ কোটি ডলারের ঘরে । অবশ্যই এ হিসেব গেল ৩১ মার্চের ।

একটি আন্তর্জাতীক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানাযায়, যদি কোন কারণে বিটকয়েনকে নগদ টাকায় রূপান্তর করতে হয় তাহলেও টেসলার হাতে একশ কোটি ডলারের মতো মুনাফা আসবে এ বিনিয়োগ হতে ।

বর্তমান দুনিয়ায় সবচে দামী এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, প্রথম প্রান্তিকের শেষ নাগাদ দেড়শ কোটি ডলার বিটকয়েনে বিনিয়োগ করার খবর জানিয়েছিল । তবে টেসলা প্রান্তিক চলাকালে ১০ শতাংশ কমিয়েছিল নিজেদের বিনিয়োগ । ২৭ কোটি ২০ লাখ ডলার এসেছে ডিজিটাল সম্পদ বিক্রি থেকে যার ১০ কোটি ১ লাখকে ‘ইতিবাচক প্রভাব’ হিসেবে দেখছে টেসলা ।

মার্চের আগের তিন মাস বিটকয়েন সংক্রান্ত বিনিয়োগে মন্দাজনিত কারণে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতি হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত