বাংলাদেশের সাবেক সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদন্ড ৪ বছর থেকে বেড়ে ৭ বছর হয়েছে ।
আজ সোমবার কুয়েতের একটি আপিল আদালত ৩ বছর বাড়িয়েছে তার সাজা । এ ছাড়াও তাকে দেয়া হয়েছে ২০ লাখ দিনারের অর্থ দন্ড ।
দেশটির একটি আরবী দৈনিক সূত্রে এ তথ্য জানাযায় । খবরে বলা হয় কুয়েতে শহিদ ইসলামের বিরুদ্ধে দু’টি মামলা হয় । একটি ঘুষ লেনদেন ও মানব পাচারের অন্যটি হলো অর্থ পাচারের ।
ইতোপূর্বে ঘুষ লেনদেনের দায়ে তার বিরুদ্ধে ৪ বছরের কারাদন্ড হয় । এবার একই মামলায় মানব পাচারের দায়ে ৩ বছর কারাদন্ড ও ২০ লাখ কুয়েতি দিনারের অর্থ দন্ড দেয় কুয়েতি আদালত । তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি রয়েছে এখনো বিচারাধীন ।