৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে ‘শিবির নাছির’


hudhudbd.com
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫

একনাগাড়ে  ২৬ বছর কারাভোগ শেষে  জামিনে মুক্তি পেয়ে

 ৬০ বছর বয়সী নাছির উদ্দিন চৌধুরী ওরফে ‘শিবির নাছির’ বসলেন বিয়ের পিঁড়িতে। ২৪ জুলাই (বৃহস্পতিবার) কুলসুমা বেগমকে তিনি  জীবনসাথী হিসেবে গ্রহণ করেন।

নাছির উদ্দিন (শিবির নাছির) হাটহাজারী উপজেলার মন্দাকিনী এলাকার এলাহী বক্সের ছেলে । তার বিরুদ্ধে জোড়া খুন, চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র আইনের ৩৬টি

 মামলা ছিল । একে একে খালাস পান ৩১টি মামলায়। দুটিতে সাজা হলেও আগে কারাভোগে শেষ হয়ে যায়। বাকি থাকে তিনটি মামলা। এর মধ্যে দুটি মামলায় আগে থেকে জামিনে ছিলেন। শেষ মামলায় গত বছরের ১১ আগস্ট জামিন হওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন সূর্যের আলোতে। র‍্যাব-পুলিশের তালিকাভুক্ত নাছির একসময় শিবিরের রাজনীতির সাথে যুক্ত থাকায় ‘শিবির নাছির’ নামে পরিচিত হয়ে ওঠেন। তবে শিবিরের রাজনীতির সাথে  যুক্ত থাকার বিষয়টি সরাসরি স্বীকার করেনা শিবির।

কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে কারাগারে বন্দি ছিলেন নাছির। দীর্ঘ ২৬ বছর পর মুক্তি পান কারাগার থেকে।

বর্তমানে ফটিকছড়ির তিনটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। আদালত সূত্র জানায়, সর্বশেষ ২০১৭ সালের ৪ অক্টোবর নাছিরের বিরুদ্ধে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের ওপর হামলার মামলায় রায় হয়। এতে তার পাঁচ বছরের সাজা হয়। এর আগে ২০০৮ সালে অস্ত্র মামলায় সাজা হয় ১০ বছরের । ২০১৫ সালের ২৪ মার্চ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় খালাস পান। ১৯৯৪ সালের ২০ নভেম্বর জমিরের হত্যাকান্ড সংগঠিত হয়। নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি ও হাটহাজারীর তিন খুনের মামলায় খালাস পান নাছির। ২০০১ সালের ১৬ নভেম্বর সকালে চট্টগ্রামের জামাল খান রোডে অধ্যক্ষ মুহুরির বাসায় ঢুকে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে হত্যা করে। এভাবে ৩১টি মামলায় খালাস পান নাছির। নাছিরের আইনজীবী মনজুর আহমেদ আনসারী দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে নাছিরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাই খালাস পেয়েছেন তিনি। ১৯৯৮ সালের ৯ এপ্রলি থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত টানা কারাগারে ছিলেন তিনি। গত বছরের ১১ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

নাছিরের বড় বোন লিলি আক্তার জানিয়েছেন, হাটহাজারীর ছিপাতলী গ্রামের কুলসুমা বেগমের সঙ্গে তার ভাই নাছিরের বিয়ে হয়েছে ২৪ জুলাই (বৃহস্পতিবার)। বিয়েতে ১৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। এখন তার ভাই সংসারী হয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে চান। এজন্য লিলি আক্তার দোয়া চেয়েছেন সবার কাছে।

 নাছির উদ্দিন চৌধুরী নিজেও সুখের সংসারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।এখন থেকে ব্যবসা করে সৎপথে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে আগ্রহী বলেন জানান তিনি।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত