চট্টগ্রামের লোহাগাড়ায় “লাভইন কলাউজান” নামের একটি মানবিক সংগঠন ৪২৮ টি পরিবারে ফুড প্যাক বিতরণ করেছে। সংগঠনটির একটি টীম আজ (২১ এপ্রিল) ও গতকাল (২০ এপ্রিল) নিজ ইউনিয়ন কলাউজানের প্রতিটি ওয়ার্ডের প্রকৃত অভাবীদের নিকট পৌঁছে দেয় ফুড প্যাক গুলো।

কোভিড ১৯’র এ কঠিন সময়ে পবিত্র মাহে রমজানে নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাবার এ উদ্যোগে দেশ ও প্রবাসের যেসব শুভাকাঙক্ষী ও মানবদরদী আর্থিক সহায়তায় সামিল হয়েছেন সংগঠনের পক্ষথেকে তাদের প্রতি জানানো হয় অশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা।
এছাড়াও এ মহতি কাজে যারা শারীরিক, মানসিক ও বুদ্ধিভিত্তিক শ্রম এবং সহযোগীতা দিয়ে কর্মসূচিকে সফল করেছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের অন্যতম উদ্যোগতা ও তরুণ আলেম মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ। পাশাপাশি তিনি উক্ত সংগঠনের সেসব সদস্যদের প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন যাদের রাত দিন অক্লান্ত পরিশ্রমের কারণে উক্ত কর্মসূচির সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
মাওলানা মিনহাজ প্রবাসীদের পাশাপাশি কলাউজানের তথা সাতকানিয়া লোহাগাড়াসহ আর্থিক সহায়তা দানকারী সবার প্রতি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে “লাভ ইন কলাউজান” ‘র যে কোন উদ্যোগ ও কর্মসূচিতে অতীত এবং বর্তমানের মতো স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের।
আজ (২১ এপ্রিল) মাহফুজুর রহমান তার ফেইসবুক আইডিতে একটি পোস্টে এসব কথা জানিয়েছেন । তিনি তাতে সহায়তাকারী সবার কল্যাণ কামনায় আল্লাহর দরবারে দোয়া করেন এবং আরো অনেক পরিবারের চাহিদা থাকা স্বত্বেও সবার পাশে দাঁড়াতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।