২৭ অক্টোবর থেকে চবির ভর্তি পরীক্ষা শুরু


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সমমান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে যা ৫ নভেম্বর পর্যন্ত চলবে ।

পরীক্ষার্থীরা প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবে ১২ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা আগ পর্যন্ত। ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানাযায়, আসন্ন স্নাতক ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলেবে। এর মধ্যে বি ইউনিটের পরীক্ষা ২৭ ও ২৮ অক্টোবর, সি ইউনিট ২৯ অক্টোবর, ডি ইউনিট ৩০ ও ৩১ অক্টোবর এবং এ ইউনিট ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট বি১ ও ডি১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানাযায়, ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা বি ইউনিটের ১২ অক্টোবর, সি ইউনিটের ১৪ অক্টোবর, ডি ইউনিটের ১৫ অক্টোবর, এ ইউনিটের ১৭ অক্টোবর, বি১ ও ডি১ ইউনিটের ২১ অক্টোবর থেকে প্রবেশপত্র উত্তোলন করতে পারবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টার আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

পূর্বের মতো এবারও চবি ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এছাড়াও জিপিএ-’র ভিত্তিতে ২০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। মোট ৪৮টি বিভাগ ও ৬টি ইন্সটিটিউটে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এর বিপরীতে এবারের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থীর অংশনে্বে বলে জানাযায়। এবারে আসনপ্রতি অংশনে্বে ৩৭ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৪টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি এবং উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ এ ১২৫টি ও ‘ডি১’ এ ৩০টি আসন রয়েছে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত