শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার উদ্যোেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।শাখা সভাপতি এস এম রাশেদ’র সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল কালামের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন মাওলানা আলমগীর।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি জসিম উদ্দিন আজাদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সেক্রেটারি সাংবাদিক সাইফুল্লাহ মুসলিম।এছাড়াও এতে ইউনিয়ন সভাপতিদের মধ্যে অনেকে বক্তব্য রাখেন।ভাষা শহীদদের জন্য মাগফিরাত কামনা করে তাবরুক বিতরণের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।