চট্টগ্রামের মীরসরাইয়ে ৭০ হাজার বিদেশি সিগারেটসহ আরিফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় অবৈধ সিগারেট বহনকারী একটি টয়োটা পিকাপ জব্দ করা হয়েছে। ৩রজুলাই (বৃহস্পতিবার) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার
সদর ইউনিয়নের শ্রীপুর অংশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। আটক আরিফ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয় চাঁদপুর এলাকার সিরাজুল ইসলামের পুত্র বলে জানাগেছে ।বিষয়টি নিশ্চিত করে মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চালানোর সময় অভিযুক্তের গাড়িতে অবৈধ বিদেশি ন্যানো ওরিস সিলভার সিগারেটের ৭০ হাজার শলাকা পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় সাত লক্ষাধিক টাকা।
এসময় তাকে গ্রেফতার করা হয় এবং সিগারেট ও গাড়ি জব্দ করা হয়। দৃত আরিফুলের বিরুদ্ধে মামলা দায়েরের পর প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম আদালতে।