বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামের দ্বি মাসিক সেক্টর দায়িত্বশীল সম্মেলন গতকাল সম্পন্ন হয়েছে।
নগরীর অস্থায়ী কার্যালয়ে বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন -পরিবহন সেক্টর’র কেন্দ্রীয় সভাপতি ও ফেডারেশন সহ-সভাপতি কবির আহমদ।
সম্মেলনের ব্যবস্থাপক, কৃষি ও মৎস্যজীবী সেক্টর’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন’র কেন্দ্রীয় সহ- সভাপতি ও চট্টগ্রাম অঞ্চল পরিবহন সেক্টর’র সভাপতি আবু তাহের খাঁন।
এতে সেক্টরের বিভিন্ন কার্যক্রম ও তৎপরতা উল্লেখ পূর্বক বক্তব্য রাখেন- রিক্সা শ্রমিক ঐক্য পরিষদ চট্টগ্রাম অঞ্চল সভাপতি নুরুল হোসাইন, চাতাল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চল সভাপতি ইউসুফ বিন আবু বকর, হোটেল ও হাসপাতাল শ্রমিক সেক্টর চট্টগ্রাম অঞ্চল সভাপতি নুরুন্নবী, রি -রুলিং শ্রমিক সেক্টর চট্টগ্রাম অঞ্চল সভাপতি আবুল হোসাইন, গার্মেন্টস সেক্টর চট্টগ্রাম অঞ্চল সভাপতি এনামুল কবির ও নির্মাণ শ্রমিক চট্টগ্রাম অঞ্চল সেক্রেটারি আজিজ আহমদ চৌধুরী প্রমুখ।
সম্মেলনে সভাপতির বক্তব্যে পরিবহন সেক্টর’র কেন্দ্রীয় সভাপতি বলেন, শ্রমিক সেক্টর যতদিন তাদের অধিকার আদায়ে তৎপর হবেনা ততদিন শ্রমিকরা বঞ্চিতই থেকে যাবে। তিনি শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক অধিকার আদায়ে তাদেরকে সু সংগঠিত ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে সেক্টর নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।