দেশের স্কুল কলেজ খুলেছে গতকাল। দীর্ঘ ৫৪৪ দিন পর তাদের প্রাণের প্রতিষ্ঠানে ফিরলো ছাত্র-ছাত্রীরা। কোভিড ১৯’র কারণে দীর্ঘ দেড় বছরেরও বেশী সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে ছিল উৎকন্ঠা। ক্যাম্পাস গুলো ছিল প্রানহীন। গতকাল যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস গুলো। ছাত্র-ছাত্রীদের পদচারণায় আবারো মুখরিত হয়ে উঠেছে স্কুল কলেজের আঙ্গিনা।
তবে ক্লাসে ক্লাসে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা থাকলেও মাঠে ও গেটে গেটে ছিল অন্যরকম অবস্থা।
গেটে গেটে অভিভাবকদের ভিড় ছিল লক্ষনীয় । পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেনীতে প্রতিদিন ক্লাস রাখা হলেও অন্যান্য শ্রেনীগুলোতে সপ্তাহে মাত্র একদিন ক্লাস হবে বলে জানাযায়।
খোলার দিনে প্রায় ৬০% ছাত্র-ছাত্রী ক্লাসে অংশ গ্রহন করে। শিক্ষার্থীদের সুশৃংখল ভাবে গেইট দিয়ে প্রবেশের ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে গেটে গেটে চোখে পড়ার মতো ভিড় ছিল অভিভাবকদের । কোভিড ১৯’র এ কঠিন সময়ে এভাবে ভিড় করা বিপদ জনক হতে পারে বলে মনে করেন স্বাস্থ্য সচেতন অনেকে । সংশ্লিষ্ঠদের এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকরী পদক্ষেপও আসা করেন তারা।