ঘুণে ধরা এই সমাজ ও রাষ্ট্রকে বদলে দিয়ে নতুন একটি সুন্দর সমাজ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করতে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কারণ আমাদের যুবকরাই পারে এই সমাজ ও রাষ্ট্রকে বদলে দিতে। পেকুয়াস্থ বারবাকিয়া নয়াকাটা আল ফারুক ইসলামিক ফাউন্ডেশনের তাফসীর মাহফিলে গতকাল ৩ ফেব্রুয়ারী প্রধান বক্তার আলোচনায় আল্লামা তারেক মোনাওয়ার এ কথা বলেন।
মাওলানা এ এইচ এম বদিউল আলম জিহাদী ও মাওলানা আহমদ ফারুক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই মোফাসসিরে কোরআন আরো বলেন. নামাজ, রোজা ও হজ্ব- জাকাতের মতো মৌলিক ইবাদত পালনের পাশাপাশি কুরআন হাদিসের মাধ্যমে পরিবার সমাজ ও রাষ্ট্রকে গঠন করতে হলে,
দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হব।৫৭তম তাফসীরুল কুরআনের এই মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন মাওলানা গাজী মুহিববুল্লাহ সিদ্দিকী।
মাহফীল কমিটির সদস্য রেজাউল করিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, মাওলানা রবিউল আলম,মাওলানা জাকের উল্লাহ জালালী,ও মাওলানা জালাল উদ্দীন প্রমূখ।