রমজান মাসে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় গণহত্যা চালানো মানবতাবিরোধী অপরাধ। তাই ইসরাইলকে যুদ্ধ বিরতি মানতে, জাতিসংঘকে অবশ্যই বাধ্য করতে হবে। কথা গুলো বলেছেন- চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী। ২৬ মার্চ (বুধবার) সকাল ১১টায় নগরীর দেওয়ান বাজারস্থ সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্যদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সংসদীয় দলের সাবেক এ হুইপ আরো বলেন- ইতোমধ্যে ইসরাইলী হামলায় প্রায় অর্ধ লক্ষাধিক শিশু, নারী ও বৃদ্ধ নিহত হয়েছে। দেশটিতে মানবিক সাহায্য পৌঁছাতে দেয়া হচ্ছে না। যুদ্ধ বিরতি ঘোষণার পরও রমাদানে এমন গণহত্যা অত্যন্ত জঘন্যতম অপরাধ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী। সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান,কর্মপরিষদ সদস্য ডাক্তার ছিদ্দুকুর রহমান, আবু বকর সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, আমির হোছাইন ও হামেদ হাসান ইলাহী প্রমূখ।