প্রফেসর ড. ফরিদ উদ্দিন ফারুকী
আজকাল মনটা ভুল করে ভীষণ
সুদীপ্ত দিবালোকেও সম্বিৎহারা হয়ে যায়
শীতল ছায়ার বিপরীতে তপ্ত রাজপথকে উপকারী ভাববার চায়!
প্রভাতের সোৎসাহ প্রভাকে প্রচ্ছন্ন আন্ধার বলে ভুল করে!
এ ভুলের প্রনম্বন অনিবার্য বিনাশ।
বিশুদ্ধ ফিরিস্তি হোক মনের রসনা আমার
ঠিকঠাক একটি উক্তিই হোক বিবেচিত বাগ্মিতার সর্বস্ব
শুদ্ধতর একটি বিন্দুই হোক মহাসাগর
সুখের তুচ্ছ মুহূর্তটি হোক অনন্ত জীবন
দেহের কি আছে দরকার স্বচ্ছ একটি মনের অধিশ্বর হতে পারি যদি।
দোয়েল চত্বর, শাহবাগে মন ভরে না আমার,
অপরাজেয় বাংলা; ব্রুণ আমার
রেসকোর্স আমার মায়ের জঠর
কালুরঘাট বেতার; মায়ের উদরে দেয়া স্রষ্টার জীবিকা আমার।
এ তিনটে উপাদানের মধ্যবিন্দুতে রক্ষিত মন আমার করো না তো ভুল।