রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান এর সঞ্চালনে অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সংগঠনের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে সরাসরি প্রচারিত ভার্চুয়াল কর্মশালায় প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। তিনি বলেন, ভাষার বিশুদ্ধ উচ্চারণ প্রয়োগ ও বাচনভঙ্গির উপযোগী ব্যবহারের মাধ্যমে ব্যক্তির অভিব্যক্তি ও স্বকীয়তা প্রকাশ পায় । বর্তমান প্রতিযোগীতাময় এ সময়ে নিজের দক্ষতার উন্নয়ন ঘটিয়ে গড়ে উঠতে হবে এবং টিকে থাকার লড়াইয়ে এগিয়ে যেতে হবে।
উপস্থাপনা কৌশল ও বাচনভঙ্গি শিখন সেশন পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ও গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন। এ ছাড়াও শুদ্ধ উচ্চারণ ও ভাষার যথার্থ প্রয়োগ সেশন পরিচালনা করেন রাঙ্গুনিয়া সরকারী কলেজের বাংলা বিভাগীয় প্রধান মো: ইফতেখার হোসাইন। অনুষ্ঠানে যুক্ত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দীন হাসান বাবলু , সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, অর্থ সম্পাদক মেহরাজ হোসেন, উপসংস্কৃতি বিষয়ক সম্পাদক শান্তাদাশ প্রমূখ ।