বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী এক প্রতিবাদ সমাবেশ আজ ১৭ মার্চ চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা সেক্রেটারি ডা: নুরুল কবির ও উজানটিয়া ইউনিয়ন সহ-সভাপতি মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পেকুয়া জমিদার বাড়ী জামে মসজিদ থেকে বাদ জুহুর এক বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখা। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামি কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ। উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সহ-সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুজ্জামান মন্জু,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ডা. শাহাব উদ্দীন,উপজেলা সহ-সেক্রেটারি দিদারুল ইসলাম, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, পেকুয়া ইউনিয়ন আমীর মাওলানা রুহুল আমীন ও উজানটিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল শরীফ প্রমূখ।
বক্তারা জামায়াত নেতাদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান; এবং প্রশাসনের নিকট সন্ত্রাসীদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।