আইনজীবির অধিকার ও স্বার্থ সংরক্ষণ পরিষদ বাংলাদেশের উদ্যোগে নিয়মিত আদালত চালুর দাবীতে প্রতিকী অবস্থান কর্মসূচী ও মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।
গতকাল (২১ এপ্রিল) চট্টগ্রাম আদালতস্থ কোর্ট হিল সোনালী ব্যাংক চত্তরে চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সহ-সভাপতি এড. মোহাম্মদ সেকান্দার চৌধুরীর সভাপতিত্বে এবং মুখপাত্র এড. মোহাম্মদ ইকবাল হোসেন ও সমিতির সাবেক পাঠাগার সম্পাদক এড. মোহাম্মদ আব্দুল আইয়ুম ভুঁইয়া এবং এড. খাইরুদ্দীন মাহমুদ হীরুর সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয় ।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মুহাম্মদ এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি এড. সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক সভাপতি এড. মো. কফিল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে এড. মো. আবদুর রশীদ, এড. মো. আবু হানিফ, সাবেক সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে আবদুস সাত্তার সরোয়ার, কিশোর কুমার দাশ, মুহাম্মদ কবির হোসাইন, পাঠাগার সম্পাদক এড. মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এড. মো. মনজুরুল আজম চৌধুরী মন্জু , এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, এড. এ.এস.এম. বদরুল আনোয়ার, এড. মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, এড. মো. আইয়ুব খান, সিনিয়র আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী, মো. সামশুল আলম, নির্বাহী সদস্য এড. মোমেনুর রহমান, এড. সরোয়ার হোসেন লাভলু, বক্তব্য রাখেন এড. কাশেম কামাল, এড. মো. মাহবুবুল ইসলাম, এড. ওমর ফারুক শিবলী, এড. আবছার উদ্দিন হেলাল, এড. আনোয়ার হোসেন আজাদ, এড. হাসান মাহমুদ চৌধুরী, কর আইনজীবী এড. মো. জাহাঙ্গীর আলম, এড. মো. সিরাজউদৌলা, এড. মো. রাশেদুল আলম, এড. সাইফুল ইসলাম অভি, এড. ফখরুল ইসলাম, এড. মো. আশরাফুর রহমান, এড. মো. ফয়েজ প্রমুখ।
বক্তারা বলেন, ভার্চুয়াল কোর্টের মাধ্যমে একান্ত জরুরী বিষয় সমূহের নিস্পত্তি হলেও আদালতের নিয়মিত ও অন্যান্য কর্যক্রম বন্ধ রয়েছে। ফলশ্রুতিতে সমাজে বেড়ে চলছে হানাহানি, চুরি ডাকাতি, অন্যায় দখলসহ নানা রকম অপরাধ কার্যক্রম । বিচার প্রার্থীদের দুর্ভোগের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে বলেও মন্তব্য করেন আইনজীবিরা । ভার্চুয়াল পদ্ধতি বাতিল করে আগামী ২৯ এপ্রিল হতে সব আদালতের নিয়মিত কার্যক্রম চালু করার জন্য প্রধান বিচার পতির হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।