দক্ষ জনবল ও তথ্য প্রযুক্তির বিকল্প নেই : চট্টগ্রাম সিটি মেয়র


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২১

দক্ষ জনবল ও তথ্য প্রযুক্তির বিকল্প নেই : চট্টগ্রাম সিটি মেয়র

সিটি কর্পোরেশনের কাজে গতি ফিরিয়ে আনতে দক্ষ জনবলের প্রয়োজন। এ ক্ষেত্রে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই। বললেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। আজ রবিবার বিকেলে টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে সচিবালয় বিভাগে কর্মরত ওয়ার্ড সচিব ও কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শহিদুল আলম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো: গিয়াস উদ্দীন, আফরোজা কালাম, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. নেছার উদ্দীন আহমদ মন্জু, সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান ও সচিব আশেক রসুল চৌধুরীসহ অনেকে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত