ঢাবি’র ভর্তি পরীক্ষা পেছাল ২ মাস ও চবি’র ভর্তির আবেদন’র সময় বাড়ালো ৭ মে পর্যন্ত


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২১

কোভিড ১৯’র ভয়াবহতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ২ মাস পেছানো হয়েছে । একই কারণে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময়সীমা ৭ মে পর্যন্ত বাড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) । উভয় বিশ্ববিদ্যালয়ের পৃথক দু’টি সূত্রে এবিষয়ে নিশ্চিত হওয়া যায় ।

গতকাল (২৯ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক ভার্চুয়াল জরুরী সভায় ঢাবি’র ভর্তি পরীক্ষা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয় । এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণসংযোগ বিভাগ । বিজ্ঞপ্তিতে বলা হয় কোভিড ১৯’র উদ্ভুত পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সম্মান ১ম বর্ষের ভর্তি তারিখ পুননির্ধারণ করা হয়েছে । পুননির্ধারিত তারিখ অনুযায়ী ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট (শুক্রবার), ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ আগস্ট (শনিবার), ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট (শুক্রবার), ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট (শনিবার) এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৩১ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার (অংকন) তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুলাই থেকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে। এছাড়া ভর্তি পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও শর্ত অপরিবর্তিত থাকবে।

উক্ত জরুরী সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান । এতে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন সময়সীমা আগামী ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে ।  তবে ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে । গেল ২৮ এপ্রিল ডিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে চবি আইসিটি সূত্রে নিশ্চিত হওয়া যায় ।

সূত্র জানায়, ৫ এপ্রিল থেকে আবেদন শুরু করার কথা থাকলেও তা মূলত শুরু হয় ১২ এপ্রিল থেকে । এই ১৭ দিনে অনলাইনে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৭১ হাজার ৪৯০ টি ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত