জানাজায় লাখো মুসল্লির ঢল > মহাপরিচালক নির্বাচিত হওয়ার পরক্ষণেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মুফতি আব্দুস সালাম চাটগাঁমী


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২১

মুফতি আব্দুস সালাম চাটগাঁমীর জানাজা

চট্টগ্রামস্থ হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক নির্বাচিত হওয়ার পরক্ষণেই মৃত্যর কোলে ঢলে পড়েন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি মাওলানা আব্দুস সালাম চাটগাঁমী।

লাখো মুসল্লি অসংখ্য ছাত্র ও ভক্তদের উপস্থিতিতে রাত ১১ টা ৬ মিনিটে উপজেলার ডাক বাংলোতে তাঁর জানাজার নামাজে ইমামতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মাওলানা চাটগাঁমীর ইন্তেকালের খবর শুনে জানাজার পূর্বেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত লাখো মানুষের ঢল হাটহাজারী সদর এলাকাকে অন্যরকম শোকের চাদরে ঢেকে দেয়। রাত ১০টা থেকে হাটহাজারী-নাজিরহাট-খাগড়াছড়ি ও হাটহাজারী -রাঙামাটি সড়কসহ হাটহাজারীর বিভিন্ন উপসড়কে দীর্ঘসময় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

রাত ১০ টায় হাটহাজারী মাদ্রাসা হতে মরহুমের লাশবাহী এ্যাম্বুলেন্সটি জেলা পরিষদের ডাক বাংলোতে নিয়ে যাওয়া হলে লাখো ভক্ত-অনুরক্তদের কান্নার রুল পড়ে যায়।

রাত ১১ টা ৬ মিনিটে অনুষ্ঠিত জানাজা পূর্বে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা কবির আহমেদ, মাওলানা সালাউদ্দিন নানুপুরী ও আব্দুস সালাম চাটগাঁমীর ছেলে মাওলানা ইসহাক প্রমূখ।

হাটহাজারী মাদ্রাসা সূত্রে জানাযায়, আজ বুধবার সকাল ১০ টায় মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মাদ্রাসায় মজলিশে শুরা কমিটির বৈঠকে মুফতি আব্দুস সালাম চাটগাঁমীকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। উক্ত বৈঠকে চাটগাঁমীও উপস্থিত ছিলেন। মহাপরিচালক হিসেবে তাঁর নাম ঘোষণার সাথে সাথে তিনি  হুইল চেয়ার থেকে ঢলে পড়েন। সাথে সাথে তাঁকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, বাংলাদেশ কল্যাণ পাটির চেয়ারম্যান মেজর জেনারেল ইবরাহিম বীর প্রতীক, উত্তর জেলা আওয়ামী লীগের নেতা জাফর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী ও সোহরাব হোসেন চৌধুরী নোমান নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য ১৯৪৩ সালে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা থানার নলদিয়া গ্রামে এই ক্ষণজন্মা মহাপুরুষের জন্ম হয়।

তিনি ২০০১ সাল থেকে মুত্যুর আগ পর্যন্ত হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন। এর আগে তিনি ছিলেন পাকিস্তানের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া বানুরী টাউন করাচির প্রধান মুফতি। সেখানে ৩০ বছরের শিক্ষকতা জীবনে প্রায় ৩ লাখ লিখিত ফতোয়া ‍দিয়েছেন, যা বানুরী টাউনের দারুল ইফতায় ৬০ খন্ড সম্বলিত রেজিস্ট্রি বইয়ে সংরক্ষিত আছে ।

জানাজাশেষে মাদ্রাসাস্থ বায়তুল আতিক জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। যেখানে ইতোপূর্বে দাফন করা হয়েছে হেফাজতে ইসলামের দু’আমীর যথাক্রমে আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনাইদ বাবুনগরীকে ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত