হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক প্রতিষ্ঠাতা আমীর ও হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মরহুম আল্লামা শাহ আহমদ শফী (রহঃ)’র নামে চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকায় ‘মারকাযুশ শাইখ আহমদ শফী’ নামে মাদানী নিসাবের সিলেবাসে আরবী -ইংরেজি মাধ্যমের এক ব্যতিক্রমী মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে সম্প্রতি।
সিনিয়র ওলামায়ে কেরাম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরাসরি তত্বাবধানে, মাদানী নিসাবে অভিজ্ঞ কয়েক আধুনা দক্ষ তরুন আলেম এ প্রতিষ্ঠান পরিচালায় কাজ করছে।
প্রতিষ্ঠানটি শুরুতেই মাদানী নিসাব ১ম ও ২য় বর্ষের পাশাপাশি মডেল হেফজ বিভাগ, নাজেরা বিভাগ এবং বয়স্কদের দ্বীনিয়াত শিক্ষা ও মাদ্রাসার নিজস্ব ল্যাবে কম্পিউটার প্রশিক্ষনের সুযোগ রেখেছে বলে জানাযায়।
অত্র প্রতিষ্ঠানের পরিচালক তরুন দা’য়ী মাওলানা আতাউল্লাহ জানান, যুগের চাহিদা বিবেচনায় দ্বীনি শিক্ষার সাথে প্রয়োজনীয় আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করে সৎ, দক্ষ, যোগ্য , দেশ প্রেমিক ও তাক্বওয়াবান মাহের আলেম তৈরীর মহান লক্ষ্যকে সামনে রেখেই আমাদের প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।
মাদ্রাসাটির অনন্য বৈশিষ্টের কথা উল্লেখ করে তিনি আরো জানান, সম্মানিত শিক্ষকদের সার্বক্ষণিক তত্বাবধানে তাকরার ও পাঠ অনুশীলন। ১ম বর্ষেই শিক্ষার্থীদেরকে আরবি কথোপকথন এবং আরবী প্রবন্ধ লিখতে যোগ্য করে তৈরী।সাপ্তাহিক বাংলা,আরবী ও ইংরেজি বক্তৃতা প্রশিক্ষণ। ১ম থেকে পর্যায়ক্রমে ১০ম শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষার ব্যবস্থা। সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের যোগ্য আলেম ও দা’য়ী হিসেবে গড়ে তোলতে ধারাবাহিক অনুশীলন। আরবী ইবারত অনুধাবন ও দ্রুতপাঠে দক্ষ করে গড়ে তোলা।নানামূখী প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের ভয়ভীতি ও জড়তা দূর এবং মেধা – মননের বিকাশ সাধন।হক্কানী ওলামা -মাশায়েখদের তত্বাবধানে ছাত্রদের তরবিয়ত প্রদান। হিফজ শিক্ষার্থীদের ক্ষেত্রে হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজি ও অংকের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান এবং তাদেরকে ১-৩ বছরের মধ্যেই হিফজ সমাপ্ত এবং ১বছরের মধ্যেই নাজেরা সম্পন্ন করণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ । তাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগি হিসেবে গড়ে তোলা।প্রয়োজনীয় তাজবীদ,প্রত্যাহিক দোয়া ও মাসলা -মাসায়েল সম্পর্কে গুরুত্ব প্রদান। দৈনন্দিন ডায়েরি সংরক্ষণ ও মাসিক পাঠ প্রতিবেদন তৈরী। উত্তম চরিত্র ও উন্নত নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।
এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণে ক্যাম্পাসে সার্বক্ষণিক সি সি টিভির ব্যবস্থা; ও মনোরম পরিবেশে স্বাস্থ্য সম্মত ৩ বেলা খাবারের সু- ব্যবস্থা রয়েছে।
এক্ষেত্রে মাদ্রাসা পরিচালনা পর্ষদ ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক সবার সর্বাত্বক আন্তরিক দোয়া ও সহযোগিতা প্রত্যাশী বলে জানান মাওলানা আতাউল্লাহ।