এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ, যুগলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- দীপ্ত সাহা, রমজান কাজী ও ইমন তালুকদার। নিহত অন্যজনের নাম জানা যায়নি।
ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
সকাল থেকেই উত্তপ্ত ছিল গোপালগঞ্জ। পুলিশ, ইউএনওর গাড়ি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ও নেতাদের গাড়ি বহরে নিষিদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এর পর সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। পরে জারি করা হয়েছে কারফিউ। বর্তমানে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।