বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কার্যকরি পরিষদের প্রথম অধিবেশন সংগঠনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২১ ফেব্রুয়ারী ( জুমাবার) কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ -সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চলের টীম সদস্য মুহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মওলানা শফিউল হক জিহাদী। অধিবেশনে বার্ষিক পরিকল্পনা অরিয়েন্টেশন ও রিপোর্ট পেশসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করাহয়।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির কার্যকরি পরিষদের সদস্য বৃন্দ ও উপজেলা সমূহের সভাপতি -সেক্রেটারিসহ উপজেলা কমিটির কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ।