উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তির তালিকা প্রকাশ


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২১

২০২০ সালের উচ্চ মাধ্যমিক  সার্টিফিকেট (এইচ এস সি) পরীক্ষার ফলাফলের আলোকে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষা বোর্ড মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি তালিকা প্রকাশ করেছে। এতে মোট ১০হাজার ৫০১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। (শুক্রবার ১৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষা অধিদপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায় এবার এইচ এস সি পরীক্ষায় বৃত্তি পেয়েছেন মোট ১ হাজার ১২৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৯ হাজার ৩৭৬ জন। তালিকায় সর্বোচ্চ ঢাকা বোর্ডের রয়েছে ৪২৭ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের ১৯৪ জন, ময়মংসিংহ শিক্ষা বোর্ডের ৭২ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬৯ জন, বরিশাল শিক্ষা বোর্ডের ৪১ জন, সিলেট শিক্ষা বোর্ডের ৩১ জন, যশোর শিক্ষা বোর্ডের ৯৪ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ১১১ জন ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের রয়েছে ৮৬ জন।

এছাড়াও সাধারণ বৃত্তির মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের ২ হাজার ৭০০ জন, ময়মংসিংহ শিক্ষা বোর্ডের ৬৫৯ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ৮৯৬ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের ১ হাজার ২৬২ জন, সিলেট শিক্ষা বোর্ডের ৫৯২ জন, বরিশাল শিক্ষা বোর্ডের ৫৭০ জন, যশোর শিক্ষা বোর্ডের ১ হাজার ২ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৭২৯ জন ও দিনাজপুর শিক্ষা বোর্ডের ৯৬৬ জন।

মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসে পাবে ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১,৮০০ টাকা। আর সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা পাবে মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন হিসেবে পাবে ৭৫০ টাকা।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত