ফিফা র্যাংকিংয়ে ইন্দোনেশিয়ার অবস্থান ৯৪-এ। আসিয়ান অঞ্চলের এই দেশটির সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচে সফল বাংলাদেশ নারী ফুটবল দল।
৩১ মে (শনিবার) জর্দানের আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন জাতি ফুটবলের প্রথম ম্যাচে আফঈদা খন্দকার প্রান্তিরা রুখে দিয়েছে ইন্দোনেশিয়াকে।
ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে ।
খেলা শেষে বাংলাদেশ কোচ পিটার বাটলার জানান, ম্যাচে বাংলাদেশ দল দুর্দান্ত খেলেছে। কয়েকটি চান্স মিস না করলে জিততে পারতো।
বাংলাদেশের পরের ম্যাচ ৩ জুন স্বাগতিক জর্দানের বিপক্ষে। ২০২১ সালে উজবেকিস্তানে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের বাছাই পর্বে জর্দান বাংলাদেশকে ০-৫ গোলে হারিয়েছিল ।