প্রেমিক প্রেমিকার বেশে প্রায় ২ বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন ইমরান পরশী । স্নেহাশীষ ঘোষ লিখিত ‘এক দেখায়’ গানটিতে সুর দিয়েছেন ইমরান নিজেই এবং গেয়েছেন পরশীকে নিয়ে ।
সি এমভি’র ব্যানারে নির্মিত সৈকত রেজার ভিডিও নির্মাণটির জন্য এই জুটিকে রাজধানী থেকে ছুটতে হয়েছে সুনামগন্জে । সেখান থেকে শুটিং শেষে যেতে হয়েছে ময়মনসিংহে । উদ্দেশ্য কেবল নান্দনিক ও নৈসর্গিক লোকেশনে তাদের রোমান্টিকতা ফুটিয়ে তুলা । ইমরান বলেন, এটি নিয়ে আমাদের ৩ টি মিউজিক ভিডিও আছে । বলাযায় ভক্তদের জন্য বিশেষ উপহার এটি ।
এদিকে পরশী অনেক দিন ধরে মৌলিক গানে না থাকায় এই গানটি দিয়ে ফিরছে যেন স্বরূপে । গানটি সবার ভালো লাগবে বলে তারা আশাবাদী ।