বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম হচ্ছে মিডিয়া। নব নব আবিষ্কার ও উদ্ভাবনের খবর দ্রুত গতিতে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে এই প্রচার মাধ্যম । হাজার হাজার মাইলের দূরত্বকে খুব সহজে জয় করা সম্ভব হয়েছে কেবল ইহার সুবাদে । বলা হচ্ছে পৃথিবী এখন হাতের মুঠোয়। কোথায় কি হলো, কেমনে কি ঘটছে, কখন কি হতে পারে,কোন কিছুই এখন আর মানুষের অজানা থাকছে না। সবিই হাতের নাগালে করে দিয়েছে শক্তিধর এই মিডিয়া। পৃথিবীর দূরত্বকে এখন আর দূরত্ব হিসেবে দেখা হয়না। বলা হচ্ছে পৃথিবী গ্রাম।
তবে দুঃখজনক হলেও বাস্তব সত্য যে, অভিশপ্ত হলুদ মিডিয়ার জনক যুক্তরাষ্ট্রের জোসেফ পুলিৎজার ও উইয়িলিয়াম রুডলফ হার্স্টের ঔরসে জন্মনেয়া অজাতরা এই সুযোগকে কাজে লাগিয়ে মানবতাকে প্রতিনিয়ত বিভ্রান্ত করছে। জানতে দেয়না সঠিক সংবাদটি। তাদের কথা ও কলম যেন চলতেই চায়না সঠিক পথে। তারা ভিত্তিহীন, বানোয়াট, ও ক্ষতিকর রং মিশ্রণ ছাড়া হয়তো সংবাদ তৈরি করতেই পারে না।
ফলশ্রুতিতে মানুষে মানুষে হিংসা -বিদ্বেষ, শত্রুতা ও যুদ্ধাংদেহী মনোভাব প্রতিনিয়ত বেগবান হচ্ছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে মানুষ হিংস্র ও পশুতে পরিণত হচ্ছে। মনুষ্যত্ব হারিয়ে ফেলছে আশরাফুল মাখলুকাত নামের এই মানুষ। তাইতো আজ দেশে দেশে চলছে মানুষ মারার মহা আয়োজন। বাজছে যুদ্ধের বিউগল। হুমকি-ধমকি ও রক্তবর্ণ চাহনি মানবতাকে করছে রাক্ষুসে পরিণত। শক্তিশালী ও স্বার্থান্বেষী মহলের গৃহপালিত হলুদ কলমের বিষধর প্রভাবে মানবতাবাদী ও সৃষ্টিশীলদের তিলে তিলে গড়া সভ্যতা আজ পৃথিবী থেকে নাই হয়ে যাচ্ছে।
বর্তমান দুনিয়ার বড় বিস্ময় হলো তথ্যপ্রযুক্তি। প্রযুক্তি বিপ্লবের এই সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো মানুষের জন্য যেমনি আশির্বাদ তেমনি ক্ষেত্রে বিশেষে অভিশাপে পরিণত হচ্ছে। এই মাধ্যম গুলোকে কাজে লাগিয়ে অক্ষরজীবীরা মানুষের সমস্যা সম্ভাবনা ও আবিষ্কার ইত্যাদি বিষয় গুলোকে যেমনিভাবে তড়িৎ গতিতে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে, তেমনি আবার ভিত্তিহীন, অমূলক ও চরিত্র হননকারী কথামালায় অনেককে বিবস্র করে নেট দুনিয়ায় ভাসিয়ে দিচ্ছে।
আমরা যোগাযোগের এই সহজ ও সুন্দর মাধ্যমকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই সঠিকভাবে। চাই লাল সবুজের প্রতিচ্ছবি হয়ে তার সঠিক চিত্রায়ণ করতে । দেশ ও মানুষের সমস্যা, সম্ভাবনা, আবিষ্কার ও কৃষ্টি কালচারসহ বিবিধ বিষয়ের সঠিক ও নির্ভুল অজানা তত্ত্ব ও তথ্য সমূহ তুলে ধরতে চাই জাতির সামনে। তাই “হুদহুদ নিউজ” নামক একটি অনলাইন পোর্টাল ও এইচ টিভি(হুদহুদ টিভি)’র কার্যক্রম আল্লাহর উপর ভরসা করে আজ থেকে শুরু করছি।
আমরা আমাদের এই মহতি উদ্যোগে জাতি, ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশী। দেশ ও মানুষের নিরাপদ ও বিশ্বস্ত ঠিকানা, হলুদ বিহীন এই প্লাটফর্মে, মানবতাবাদী, দেশপ্রেমিক, মেধাবী ও সাহসী অক্ষরজীবীদের সু-স্বাগতম। পথচলায় আমরা সবার বন্ধু হতে না পারলেও চাইনা কারো শত্রু হতে। কার্যক্রমের শুভ সূচনাতে তাদের প্রতি র’ল নিরন্তর শুভেচ্ছা যাদের আন্তরিক অনুপ্রেরণায় শুরু হলো এই নতুন পথচলা। আমাদের সর্বস্তরের সহযোদ্ধা,পাঠক,দর্শক,শুভাকাঙ্ক্ষী ও সমালোচকদের জন্যে থাকলো পুষ্পিত ভালবাসা ও শুভকামনা। জয় হোক মানবতা ও লাল সবুজের।