বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে । গত ৩ জুন চট্টগ্রাম শহরস্থ সংঠনের অস্থায়ী কার্যালয়ে অর্ধদিবস ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পরিবহন সেক্টর’র কেন্দ্রীয় সভাপতি কবির আহমদ।
কৃষি ও মৎস্যজীবী সেক্টর’র কেন্দ্রীয় সভাপতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সেক্রেটারি মুহাম্মদ ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগরী শাখার সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এবং রিক্সা শ্রমিক ঐক্য পরিষদ চট্টগ্রাম অঞ্চল সভাপতি নুরুল হোসাইন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য পরিবহন সেক্টর সভাপতি বলেন,শ্রমজীবি মানুষের অধিকার নিশ্চিত করণ ও ন্যায়সংগত যৌক্তিক দাবী আদয়ের একমাত্র মাধ্যম হলো আইনী স্বীকৃত ট্রেড ইউনিয়ন সংগঠন।
শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন ধরনের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আইনী সহায়তাপ্রদান ও ন্যায় সংগত আন্দোলন সংগ্রাম পরিচালনায় ট্রেড ইউনিয়ন সংগঠনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তাই শ্রমিকদেরকে ট্রেড ইউনিয়নভুক্ত হয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাদের অধিকার আদায় নিশ্চিত করতে হবে।এক্ষেত্রে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।